
ট্রাম্পের পরিচারক করোনায় আক্রান্ত, হোয়াইট হাউজে কড়াকড়ি
নিউজ ডেস্কমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউজের একজন পরিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে কারণে এখন থেকে হোয়াইট হাউজের সব স্টাফের প্রতিদিন করোনাভাইরাস টেস্ট করা হবে। বৃহস্পতিবার (৭ মে) সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি করোনা আক্রান্ত পরিচারকের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘তার সঙ্গে অবশ্য আমার খুব একটা সাক্ষাৎ হয়নি। ইতিমধ্যে দুইবার আমার করোনা টেস্ট করা হয়েছে। দুইবারই নেগেটিভ এসেছে।’
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউজের মুখপাত্র হোগান গিডলে জানিয়েছেন যে, একজন পরিচারক করোনা আক্রান্ত হয়েছেন। যিনি আক্রান্ত হয়েছেন তিনি এলিট মিলিটারি ইউনিটের সদস্য। তিনি খুব একটা প্রেসিডেন্টের কাছাকাছি যাননি। এমনকি প্রেসিডেন্টের পরিবারের কোনো সদস্যদের কাছাকাছিও নয়।
মহামারি করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১২ লাখ ৯২ হাজার ১৪৪ জন। প্রাণ হারিয়েছে ৭৬ হাজার ৯০৮ জন। সেরে উঠেছে ২ লাখ ১৬ হাজার ৮৫৬ জন।
ঢাকা/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/2SJULH5
0 comments:
Post a Comment