Thursday, September 1, 2016
তেলাপোকা তাড়ানোর ঘরোয়া উপায়
আপনি কি তেলাপোকায় ত্যাক্ত বিরক্ত? হ্যাঁ আমাদের রয়েছে তেলাপোকাভীতি। অনেকেই আবার ঘরে তেলাপোকা দেখলেই আঁতকে ওঠেন। আর তেলাপোকার ওড়াউড়িতে ভয়ে পুরো বাড়ি মাথায় তুলেন অনেকে।
সাধারণত শোবার ঘর, বাথরুম, রান্নাঘর, বুকশেলফ প্রভৃতি জায়গায় তেলাপোকার অবাধ বিচরণ দেখা যায়।
তেলাপোকায় আপনার ভয় থাক আর না থাক, ঘরের ভেতর তেলাপোকা যেমনি শোভনীয় নয়, তেমনি কাম্যও নয়। তাই তেলাপোকা তাড়াতে সাধারণত অনেকে তেলাপোকানাশক স্প্রে অথবা চক বা অন্যকোন কীটনাশক ব্যবহার করে থাকেন। কিন্তু স্প্রে ব্যবহারের সমস্যাটা হচ্ছে, এতে তেলাপোকা মরলেও আমাদের স্বাস্থ্য ঝুকিটা থেকেই যায়। কেননা, স্প্রের বিষাক্ত ক্যামিকেল মিশে যেতে পারে খোলা খাবার-দাবারে । আবার সরাসরিও বাতাসের সাথে প্রবেশ করতে পারে আমাদের শরীরে।
তাই কীটনাশক বা বিষ প্রয়োগ না করে ঘরোয়া পদ্ধতিতেই বরং তেলাপোকা তাড়ানো ভালো। এ ক্ষেত্রে তেলাপোকা তাড়াতে ঘরোয়া উপকরণ হিসেবে প্রয়োজন হবে শসা এবং অ্যালুমিনিয়াম ফয়েল। যা আপনি সহজেই হাতের কাছে পাবেন অথবা কিনে নিতে পারেন।
শসা এবং অ্যালুমনিয়াম ফয়েল প্যাক হাতের কাছে থাকলে শুরু করে দিন তেলাপোকা তাড়ানোর মিশন! শসা কেটে নিন এবং কয়েক টুকরো শসা অ্যালুমিনিয়াম ফয়েলে রাখুন ।ঘরের যেখানে যেখানে যেখানে তেলাপোকার অবাধ বিচরন রয়েছে, সেখানে ওই শসার টুকরো অ্যালুমিনিয়াম ফয়েলে রেখে দিন। ব্যস আপনার কাজ শেষ! কয়েক মিনিটের মধ্যে তেলাপোকা আপনার ঘর ছেড়ে পালাবে!
কিন্তু হাতের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাক না থাকে? ফয়েল না থাকলে বিকল্প হিসেবে অ্যালুমিনিয়ামের খালি ডিব্বা বা ক্যান ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের যেকোন খালি ডিব্বা বা ক্যানে শসার টুকরো রেখে দিন, তাতেই কাজ হবে। কারণ অ্যালুমিনিয়াম ফয়েল বা পাত্রে শসার টুকরো রাখলে যে গন্ধ তৈরি হয়, তা সহ্য করতে পারে না তেলাপোকা।
0 comments:
Post a Comment