রবীন্দ্রনাথের কালে উপেনরা ছিলেন, তাঁদের ‘দুই বিঘা জমি’ ছিল, সেই জমি দখল করা বাবুরাও ছিলেন। সময় বদলেছে। কিন্তু দিন বদলায়নি। একবিংশ শতকে সেই বাবুদের দাপট আরও বেড়েছে। তাঁরা সাধারণ দুর্বল মানুষের সম্পত্তি তো বটেই, এমনকি রাষ্ট্রীয় সম্পত্তিকেও উপেনের দুই বিঘা জমি মনে করে সমানে দখল করে চলেছেন। অবস্থা দেখলে মনে হতে পারে, দেশে আইন-আদালত বলে কিছু নেই। গায়ের জোর অথবা বন্দুকের নলই যাবতীয়... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2LQD3z6
0 comments:
Post a Comment