অশরীরী দানব
গিনি
আজ চারিদিকে এতো আহাজারি,
এতো আর্তনাদ,
তবু রয় বধির, সমস্ত সংসার মূক।
এ কেমন দিনপাত?
জীবন রয় কি না রয় অজানা,
যতই আসুক জানা প্রভাত।
পথে পথে দানব,
কেউ দেয় তারে সাহস,
কেউ দুর্বল কাপুরুষ মানব!
মাথার উপর অশরীরী দানব দল,
শুধুই দুর্গন্ধ খোঁজে, খোঁজে মরা।
এখন শিল্প, কারুকাজ, নৃত্য গীত,
কেবলই বেকার কাজ,
ছিনতাই, উপরি, ধোঁকাবাজি করে,
করো রাজ।
from প্রজন্ম ফোরাম https://ift.tt/2PY09TF
0 comments:
Post a Comment