One can get information of Technology, Online income info, Health, Entertainment, Cooking & Recipe, Bye & Sale, Sports, Education, Exclusive news and many more in single bundle. ভান্ডার 24 থেকে আপনি পাচ্ছেন টেকনোলজি ইনফরমেশন, অনলাইনে ইনকাম ইনফরমেশন, হেলথ, এন্টারটেইনমেন্ট, কুকিং & রেসিপি, কেনা বেচা, স্পোর্টস, এডুকেশন, এক্সক্লুসিভ নিউজ ও আরো অনেক কিছু |

Saturday, September 29, 2018

জিমেইল আইডি খোলার নিয়ম

ইমেইল আইডি খুলা আহামরি কঠিন কোন কাজ নয়, একবার দেখিয়ে দিলে এরপর প্রয়োজন পড়লে নিজেই খুলে নিতে পারবেন। পূর্বের লেখায় আমি ইমেইল সার্ভিস প্রোভাইডার হিসেবে জিমেইলকে সাজেস্ট করেছিলাম। আজকে আমরা দেখবো কিভাবে একটি জিমেইল আইডি তৈরি করতে হয়।
জিমেইল একাউন্ট খুলুন--- https://youtu.be/EvyjZoiIlVs

জিমেইল আইডি খোলার ১ম ধাপ
জিমেইল এ যাওয়া, এতে আপনি নিচের ছবির মতো একটি পেইজ দেখতে পাবেন। সেখান থেকে Create Account লেখাতে ক্লিক করুন।

দ্বিতীয় ধাপ
এবার নিচের ছবির মতো একটি পেইজ ওপেন হবে। সেখানে আপনার নামের প্রথম অংশ এবং শেষ অংশ দিন। এবার আপনার ইমেইল ঠিকানা কি দিতে চান সেটা দিন। আপনার নাম যদি হয় মিস্টার আলু, তাহলে প্রথমে সেটা দিয়েই চেষ্টা করুন, যদি ইতোপূর্বে কেউ সেই ঠিকানা না নিয়ে থাকে তাহলে আপনি পেয়ে যাবেন। আর যদি ঐ নামে ইতোপূর্বেই কারও ঠিকানা রেজিস্টার করা থাকে তাহলে “Someone already has that username. Try another?” এই মেসেজটি দেখতে পাবেন। তখন আপনার নামের সাথে কোন সংখ্যা বা বিশেষ কিছু জুড়ে দিয়ে চেষ্টা করতে পারেন। যদি আবারও একই মেসেজ দেখায় তাহলে আরও কিছু দিয়ে চেষ্টা করুন। যদি আর কোন মেসেজ না দেখায় তাহলে শুভকামনা, আপনার ইমেইল এড্রেসটি তৈরি করার উপযুক্ত।

এবার আপনার ইমেইলের জন্যে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন, যেটা অন্য কেউ চিন্তা ভাবনা করে বের করতে পারবেনা। যতো কঠিন পাসওয়ার্ড দিবেন, আপনার ইমেইল আইডি হ্যাক হওয়া থেকে ততোই সুরক্ষিত থাকবে। তবে নিজেই ভুলে যাবেন এমন কোন পাসওয়ার্ড না দেয়া ভালো।

এবার আপনার জন্ম তারিখ, লিঙ্গ আর ফোন নাম্বার দিয়ে দিন। এরপর বর্তমানে আপনি কি ইমেইল আইডি ইউজ করছেন সেটা দিতে বলবে, যদি থেকে থাকে তাহলে দিন। তবে আমরা ধরে নিচ্ছি যে এটিই আপনার প্রথম ইমেইল আইডি, তাই এই ঘরটি খালি রাখুন।



এরপর আপনাকে একটি ক্যাপচা কোড লিখতে বলবেন, চাইলে লিখতে পারেন, আর না চাইলে এর উপরে থাকা টিক বক্সে টিক দিন। এতে অবশ্য ভেরিফিকেশনের জন্যে আপনার মোবাইলে একটি কোড পাঠাতে পারে, আবার নাও পারে। এরপর নিচে টার্মস এবং প্রাইভেসি পলিসিতে টিক দিয়ে Next step লেখায় ক্লিক করুন।

ব্যস আপনার ইমেইল আইডি তৈরি। এর পরের লেখায় আমি তুলে ধরবো কিভাবে একটি ইমেইল পাঠাতে হয়, ইমেইলের উত্তর দিতে হয় এবং কিভাবে ইমেইল ফরওয়ার্ড করতে হয়।

ভালো মনে হলে চ্যানেলটি subscribe করুন-
https://www.youtube.com/onlinehelpcente … irmation=1



from প্রজন্ম ফোরাম https://ift.tt/2R69lWO
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Unordered List

Text Widget

Pages

Blog Archive

3i Template IT Solutions. Powered by Blogger.

Text Widget

Copyright © ভান্ডার 24 | Powered by 3i Template IT Solutions