আমি ইংল্যান্ড থেকে লিখছি,আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার জন্য,যদি উত্তর দেন যার পর নাই আনন্দ হব।আমার হাজবেন্ডের একটি জমি আছে মিরপুরে,জমিটা ৫ কাঠার কিছু বেশি, আমার এক রেলেটিভ জমিটার দেখা শোনা করেন।শেষবার ঢাকায় যখন যাই তখন আমার রিলেটিভ একজন ডেভেলপারকে নিয়ে আসে,সেই ডেভেলপার প্রস্তাব দেয় ফিফটি ফিফটি করে তারা বাড়ি করবে কোন সাইনিং মানি ছাড়া,ডেভেলপার বলল সাইনিং মানি নাকি এখন কেও দেয় না,যাই হউক আমাদের এই বিষয়ে সন্দেহ হওয়ায় আমরা তার সাথে কোন চুক্তি করিনি,খুব কম সময়ে থাকার কারণে সেই সময় আমরা ডেভেলপার খোজার সময় না করতে পারায় ইংল্যান্ডে চলে আসতে হয়,যাই হউক আমি এখন বিভিন্ন জায়গায় অনলাইনে খোজ নিয়ে দেখলাম ব্যপারটা সম্পূর্ণ মিথ্যা।
দেশে না থাকায় সেই ডেভেলপার আমাদের বিনা অনুমতিতে আমাদের জমির উপর ব্যানার লাগিয়ে বসে আছে,চুক্তি করার জন্য জোরাজোরি করছে। তবে আমরা ঠিক করছি সাইনিং মানি ছাড়া জমি কাওকে দেওয়া হবেন না কারণ সানিং মানিটাই জমির মালিকের গারান্টার হিসাবে কাজ করে!
আপনারা মধ্যে যারা ডেভেলপার অথবা ডেভেলপারের পরিচিত আমাকে জানালে খুব কৃতজ্ঞ হব যারা মিরপুরে সাইনিং মানি অফার করে বাড়ি করেন,মিরপুরের জমিটা ৬০ ফিট যে রাস্তার কাছেই।উত্তরায় জন্য ডেভেলপার খোজা হচ্ছে।আপনাদের মধ্যে যারা জেনুউইন ডেভেলেপারের সাথে যোগাযোগ থাকলে আমাকে জানালে আমি সরাসরি তাদের সাথে কথা বলব।সবার প্রতি শুভেছছা ও শুভকামনা রইল।
from প্রজন্ম ফোরাম https://ift.tt/2OiHXSL
0 comments:
Post a Comment