One can get information of Technology, Online income info, Health, Entertainment, Cooking & Recipe, Bye & Sale, Sports, Education, Exclusive news and many more in single bundle. ভান্ডার 24 থেকে আপনি পাচ্ছেন টেকনোলজি ইনফরমেশন, অনলাইনে ইনকাম ইনফরমেশন, হেলথ, এন্টারটেইনমেন্ট, কুকিং & রেসিপি, কেনা বেচা, স্পোর্টস, এডুকেশন, এক্সক্লুসিভ নিউজ ও আরো অনেক কিছু |

Wednesday, January 2, 2019

চেনা চেনা মনে হচ্ছে

আপনাকে কেমন জানি চেনা চেনা মনে হচ্ছে,আমার।

এমন সময় আমি আমার অপর পাশে বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বললাম।
আপনি কী আমাকে বলছেন?

জ্বি,আপনাকেই বলছি।আপনাকে কেমন জানি আমার মনে হচ্ছে আমাদের আগে কোথাও দেখা হয়েছে।

আমি তৎক্ষণাৎ হতভম্ব হয়ে বললাম।কোথাও দেখা হয়েছে?

জ্বি,আমাদের নিশ্চই কোথাও যেন দেখা হয়েছে।

মেয়েটা যখন আমাকে এমনভাবে বলছে,তখন আমি আর কোন কথা না ভেবে মৃদু হেসে বললাম,হ্যা হতেও পারে।পৃথিবীটা তো গোল। কোন একদিন হয়তো দেখেছেন।

আপনার নামটা যেন কী?

জ্বি,আমার নাম মাহমুদ।

নামটাও যেন শুনেছি শুনেছি মনে হচ্ছে।

আমি হাসতে লাগলাম।জিজ্ঞেস করলাম,আপনার নাম?

আমার নাম জুই,ঘরের সবাই আদর করে জুই পাগলী বলেই ডাকে।

বাহ্, সুন্দর নাম তো।

মেয়েটা আমার কথা শুনে বলতে লাগলো,আপনার পাশে বসতে পারি?

আমি সাথে সাথে লজ্জা পেয়ে গেলাম।লজ্জায় কোন উত্তর না দিয়ে মৃদু হাসতে লাগলাম ।

এমন সময় মেয়েটা বলতে লাগলো, তাইলে আমি আপনার পাশে বসছি?

এমন সময় লজ্জায় যেন আমার মাথাটা খেয়ে যাচ্ছে।কি জবাব দিবো বুঝতে পারছি না।একটুখানি হাসছি আর মেয়েটার দিকে তাকাচ্ছি। আমি জবাব দেয়ার আগেই মেয়েটা হুট করে এসে আমার পাশে বসে গেলো।

আমি অবাক হয়ে গেলাম।জীবনে কোনদিন একটা মেয়েও ভালো করে তাকিয়ে দেখতে দেখিনি।আজ কিনা ওল্টো আমার পাশেই, ও মাই গড।
বুকের বাঁ পাশে কেমন জানি ধুব ধুব করছে।
তারপর আমি জিজ্ঞেস করলাম,আপনি কী সত্যিই আমাকে কোথাও দেখেছেন?

মেয়েটা হাসছে, আর বলছে সত্যিই বলছি আমি আপনাকে কোথাও যেন দেখেছি।কিন্তু মনে পরছে না,কোন জায়াগায় দেখেছি।

আমি বললাম,আচ্ছা এখন থাক, মনে পড়লে তখন বলিয়েন।

তারপর মেয়েটা হুট করে বলে উঠলো অাপনি অনেক সুন্দর।

জ্বি,ধন্যবাদ।
মেয়েটার এমন তারিপ শুনে খুশীতে মনটা একদম ভরে গেলো।সারাজীবন মেয়েদের কাছ থেকে লুইচ্ছা আর ভাদাইম্মা ছাড়া কোন কথাই শুনিনি।আজ এমন কথা শুনে ইচ্ছা করতেছে কিছুক্ষণ দড়িছিড়া নাচ দিতে।


তারপর থেকে দেখি মেয়েটা আমার দিকে তাকাচ্ছে আর অনবরত হাসছে।

মেয়েটার এমন হাসি দেখে আমিও হাসতে লাগলাম অনবরত।এই যেন কোন এক বাংলা সিনেমার নায়ক, নায়িকার হাসি।

দুজনের হাসির মাঝে হঠাৎ দুজন সিকিউরিটি গার্ড দৌড়তে দৌড়তে এসে হাজির হলো। এসে আমাকে বলতে লাগলো,ভাই আপনারে অনেক অনেক ধন্যবাদ।

অামি অবাক হয়ে বললাম,আপনারা আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন?

আর বলিয়েন না ভাই,আইজ আপনে না হইলে এই পাগলীরে ধরা অসম্ভব হয়ে যাইতো।

পাগলী?

জ্বি,পাগলী।আপনিও তাইলে অবাক হইছেন?আসলে যেই তারে প্রথমে দেখে বিশ্বাস করতে পারে না যে এই মেয়ের মাথার সমস্যা আছে।

গত দুইদিন ধরে এই পাগলী, পাগলা হাজত থেকে পালাইছিলো।অনেক খোঁজাখুঁজির পর আইজ পাইলাম হাতের কাছে।

এমন সময় লোকটি পকেট থেকে হাত বের করে বলতে লাগলেন,ধরেন এই বিশ ট্যাহা, এইডা দিয়ে আপনে চা খায়েন।

বিশ টাকা হাতে দিয়ে দুজন সিকিউরিটি মেয়েটাকে নিয়ে রওনা দিলো হাজতখানার উদ্যেশ্যে।
আর আমি অবাক হয়ে তাকিয়ে আছি তাদের গন্তব্যের দিকে।

Bangla Love SMS



from প্রজন্ম ফোরাম http://bit.ly/2F33uOw
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Unordered List

Text Widget

Pages

Blog Archive

3i Template IT Solutions. Powered by Blogger.

Text Widget

Copyright © ভান্ডার 24 | Powered by 3i Template IT Solutions