আমার আদরের সন্তান "আদনান তাসিন" একাদশ ইংলিশ ভারসান সায়েঞ্চ, সেন্ট জোসেফ কলেজ থেকে ফেরার পথে, জেব্রা ক্রসিং দিয়ে বিমান বন্দর শেওড়া নামক স্থানে দ্রুত গামি ভ্রামনবারিয়ার বাস তাকে চাপা দিয়ে ছল যায় - গত ১১ই ফেব্রুয়ারী , তার উপর ২০১৭ সাল থেকে আমি নিজে শয্যাশায়ী, আমি ৩রা মার্চ ইলিয়াস কাঞ্চনকে এনে ঘটনা স্থলে এবং ২১শে মে, বিচার হীনতার ১০০ তম দিনে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করি, এখনও খাতক গ্রেফতার হয়নি, কারন তার সেন্ট জোসেফ কলেজ + কলেজের শিক্ষার্থীরা + অভিভাবকরা তার নির্মম হত্যা কাণ্ডের বিরুধে কোন প্রতিবাদ করেনি এবং তার হত্যার বিচার দাবি করেনি, তাই কোন মিডিয়া আদনান তাসিনের নির্মম হত্যা কাণ্ডের খবর প্রচার করেনি , তার নির্মম হত্যা কাণ্ড আলোচিত হয়নি, হৈচৈ পড়েনি, তাই প্রশাসন কোন গ্রুত্ত দেইনি, আমি আমার আদরের সন্তানের নির্মম হত্যা কাণ্ডের বিচার হবে বলে মনে হছে না !! যার পাসে কেউ নাই তার জন্য কেউ নাই, কিছু নাই, আমি আমার সন্তানের হত্যার বিচারের দাবিতে প্রজন্ম ফোরামের সকলকে পাসে চাই, যার যার অবস্থান থেকে- সয়হতা, সহানুভুতি, সহযোগিতা চাই !!
যেমন, ফোরামের সকলের ফেসবুক এ বিচারের দাবি সম্বলিত পোস্ট করলে , ফোরাম এর ব্যানারে কয়েকজন সদস্য হলেও "মানব্বন্ধন" করলে, অনন্য ব্লগ বি বিভিন্ন স্থানে লিখলে,
কোন পোস্ট প্রমট বা বুস্ত করলে, কোন পোস্ট ভাইরাল করলে , কোন মিডিয়া পরিচিত থাকলে বা অন্য কোন উপদেশ ,
আমার ফেসবুক www.facebook.com/tutul1234

from প্রজন্ম ফোরাম http://bit.ly/2YQHhKb
0 comments:
Post a Comment