করোনার কারণে কোনও ঈদগাহে এবার ঈদুল ফিরত ও আজহার জামাত হয়নি। ঈদের জামাত না থাকায় ঈদগাহ ময়দানগুলো অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। কোনও কোনও ঈদগাহে ঘাস, লতাপাতা আর ঝোপঝাড়ে ভরে আছে। কোনও কোনও ময়দান ব্যবসায়ীদের দখলে আছে। ফুলবাড়িগেট মশিয়ালী এলাকার গোলাম রব্বানি বলেন, জামাত খোলা স্থানে না করতে পারার কারণে মশিয়ালী ঈদগাহ ময়দান পরিষ্কার করা হয়নি। ফলে এখানের বিশাল ক্ষেত্র ঘাসে ভরে আছে। স্থানীয় রেজোয়ান আহমেদ... বিস্তারিত
from Bangla Tribune https://ift.tt/3fgRozF
0 comments:
Post a Comment