রেকর্ড গড়ে ১৯ বছর বয়সী তরুণ ফুটবলার কার্টিস জোন্সের গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) নকআউট পর্ব শেষ ষোলোতে পা রেখেছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে এটাই জোন্সের প্রথম গোল। ঘরের মাঠ অ্যানফিল্ডে ডাচ ক্লাব আয়াক্সকে ১-০ গোলে হারায় দ্য রেডসরা। ২০১১ সালে ইংল্যান্ডে জন্ম নেওয়া জোন্স খেলেন মাঝমাঠে।
from RisingBD - Home https://www.risingbd.com/১৯-বছর-বয়সী-তরুণের-গোলে-নকআউটে-লিভারপুল/383146
0 comments:
Post a Comment