বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, ‘দেশে এসএমইতে প্রায় ১ লাখ কোম্পানি আছে। এর মধ্যে অধিকাংশ কোম্পানি মুনাফা করে। কিন্তু, তাদের আর্থিক হিসাব সঠিকভাবে করা হয় না। এছাড়া, এসএমই কোম্পানিগুলো অদক্ষ জনবলের ওপর নির্ভরশীল। এসব কারণে কোম্পানিগুলোতে অনেক বেশি ব্যয় হয়। তাই ডিএসই ও এসএমই ফাউন্ডেশনকে এসব কোম্পানির দক্ষতা বাড়াতে কাজ করতে হবে।’
from RisingBD - Home https://www.risingbd.com/অদক্ষ-জনবলের-কারণে-এসএমই-কোম্পানিতে-ব্যয়-বেশি/427310
0 comments:
Post a Comment