পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ জিতলেও এর আগে টি-টোয়েন্ট বিশ্বকাপ জেতা হয়নি অস্ট্রেলিয়ার। অবশেষে সপ্তম আসরে এসে প্রার্থিত সেই বিশ্বকাপের ট্রফি ছুঁতে পারলেন অজিরা। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউ জিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন স্মিথ-হ্যাজেলউড, স্টার্করা। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে রীতিমতো উচ্ছ্বাসে ভাসছেন তারা। ম্যাচ শেষে সকলের কণ্ঠেই ছিল উচ্ছ্বাস। করছেন একে-অন্যের প্রশংসা।
from RisingBD - Home https://www.risingbd.com/উচ্ছ্বাসে-ভাসছেন-অস্ট্রেলিয়ার-খেলোয়াড়রা/434223
0 comments:
Post a Comment