মনে হতে পারে অতি সহজেই বিশ্বকাপের ফাইনালের টিকিট পেয়ে গেল নিউ জিল্যান্ড। কিন্তু আবু ধাবির ২২ গজে তেমন কিছুই হয়নি। বারবার ম্যাচের চিত্রনাট্য বদলেছে। ম্যাচ জুড়ে ছিল রোমাঞ্চ, উত্তেজনা। ৪ ওভারে যখন ৫৭ রান দরকার ছিল তখন কেউ ভেবেছিল নিউ জিল্যান্ড ১ ওভার আগে খেলা শেষ করবে? অথচ তেমন কিছুই হলো। ক্রিকেট এজন্যই গৌরবময় অনিশ্চয়তার খেলা।
from RisingBD - Home https://www.risingbd.com/৪-ওভারে-দরকার-৫৭-রান-যেভাবে-ম্যাচ-নিজেদের-করলো-নিউ-জিল্যান্ড/433644
0 comments:
Post a Comment