বিশ্বকাপে ১ নম্বর গ্রুপে আজ বিকেলে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচে জয় পেলেই ইংল্যান্ডের সঙ্গী হয়ে সেমিফাইনালে উঠবে অজিরা। তবে হেরে গেলে এবং দিনের অপর ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় পেলে বিদায় নিতে হবে স্মিথ-ওয়ার্নারদেরকে। তবে তাদের আজকের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ জিতুক কিংবা হারুক তাতে কিছু আসে-যায় না। তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে।
from RisingBD - Home https://www.risingbd.com/আজ-জিতলেই-সেমিফাইনালে-অস্ট্রেলিয়া/432895
0 comments:
Post a Comment