অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নামলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের। নিউ জিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অজিরা। ফাইনালে ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ে দারুণ অবদান রাখেন ডেভিড ওয়ার্নার। মিচেল মার্শের দিনে তিনি ম্যাচসেরা না হলেও পেয়েছেন আরও বড় পুরস্কার। হয়েছেন টুর্নামেন্ট সেরা।
from RisingBD - Home https://www.risingbd.com/টুর্নামেন্ট-সেরার-পুরস্কার-পেলেন-ডেভিড-ওয়ার্নার/434220
0 comments:
Post a Comment