ম্যাথু হেইডেন ব্যাটসম্যানদের নিয়ে নেটে ব্যস্ত। হাসান আলী-শাহিন শাহ আফ্রিদি মাঠের পাশে খুনসুঁটিতে মেতেছেন। একটু পর পুরো দলই একসঙ্গে হয়ে গেল। হাসি-ঠাট্টা আর খুনসুঁটিতে মেতে আছেন সকলে। দলের অন্যতম দুই সদস্য শোয়েব মালিক আর মোহাম্মদ রিজওয়ানের জ্বর বোঝার উপায় নেই পুরো দলের সুর দেখে। আইসিসি একাডেমি মাঠে সেমিফাইনালের আগে শেষ প্রস্তুতিতে এমনই ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে পাকিস্তানকে। আজ বৃহস্পতিবার রাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
from RisingBD - Home https://www.risingbd.com/বাবরদের-একচ্ছত্র-রাজত্ব-নাকি-ফিঞ্চদের-আধিপত্য/433652
0 comments:
Post a Comment