অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের নায়কের নাম মিচেল মার্শ। তার অনবদ্য ৭৭ রানের ইনিংসে বিশ্বকাপ ফাইনাল নিজেদের করে নেয় পাঁচবারের ওয়ানডে চ্যাম্পিয়নরা। মার্শ রাতারাতি নায়ক হননি। তার নায়ক হওয়ার পেছনে ‘বিহাইন্ড দ্য স্টোরি’ রয়েছে। যে স্টোরি শুরু মেলবোর্নে। অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগের ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মাটিতে পাঁচটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়ার প্রায় সব সিনিয়ররাই বিশ্বকাপের আগে ফুরফুরে থাকতে দুটি সিরিজ থেকে নিজেদের নাম সরিয়ে নেন।
from RisingBD - Home https://www.risingbd.com/ফাইনালের-নায়ক-মার্শের-বিহ্যাইন্ড-দ্য-স্টোরি/434216
0 comments:
Post a Comment