সব মিলিয়ে ২২ বার পাকিস্তান ও অস্ট্রেলিয়া একে অন্যের বিপক্ষে মাঠে নেমেছে। যেখানে ১৩টি জিতেছে পাকিস্তান, ৯টি অস্ট্রেলিয়া। আর আজকের ভেন্যু মানে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের দেখা হয়েছে ৭ বার, যেখানে ৫-২ এ এগিয়ে পাকিস্তান। শেষ পাঁচ ম্যাচে পাকিস্তান জিতেছে তিনটি, হার দুটি। আর এই ফরম্যাটের বিশ্বমঞ্চে ছয়বার মুখোমুখি হয়েছে তারা, তিনটি করে জয় পেয়েছে দুই দলই।
from RisingBD - Home https://www.risingbd.com/রুদ্ধশ্বাস-ম্যাচে-পাকিস্তানকে-হারিয়ে-ফাইনালে-অস্ট্রেলিয়া/433787
0 comments:
Post a Comment