সেই ফাইনাল এখনো দগদগে। পরতে পরতে ছড়ানো ছিল রোমাঞ্চ। লর্ডসে শ্বাসরুদ্ধকর মূহুর্ত আর নাটকীয়তায় ভরা ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে গাঁথা হয়েছিল ইংলিশ রূপকথা। নির্ধারিত ওভার শেষে সুপার ওভারও টাই হওয়ার পর বাউন্ডারির ব্যবধানে এগিয়ে থেকে নিউ জিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। সময়ের ব্যবধানে দল দুটি আবারও মুখোমুখি বিশ্বকাপের মঞ্চে। তবে এবার আছে ভিন্নতা। সেবার ওয়ানডে বিশ্বকাপ, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেবার ফাইনালে আর এবার সেমিফাইনালে।
from RisingBD - Home https://www.risingbd.com/কিউই-প্রতিশোধ-নাকি-ইংলিশ-রূপকথা/433512
0 comments:
Post a Comment