প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির আয়োজক হয়েছে বাংলাদেশ। চারবার পিছিয়ে আগামীকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে এই মেগা আসর। যেখানে অংশ নিতে যাচ্ছে ভারত, পাকিস্তান, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলগুলো। তাদের সঙ্গে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। মালয়েশিয়া এই আসরে অংশ নিতে ফ্লাইট ও হোটেল বুক করলেও শেষ মুহূর্তে আসছে না তারা।
from RisingBD - Home https://www.risingbd.com/প্রথমবার-বাংলাদেশে-এশিয়ান-চ্যাম্পিয়নস-ট্রফি-হকি-শুরু-আজ/438515
0 comments:
Post a Comment