তিন ঘণ্টা পর এক উদ্ধারকর্মী জানালেন ওই ব্যক্তির নাম। জানার পর আক্ষেপে নিজেকে গুটিয়ে ফেলেছেন শিবকুমার। রাতে ঘুম হয়নি। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না, যে মানুষটা দেশের জন্য এত করলেন তিনি শেষ বেলায় এক ফোঁটা পানিও পেলেন না। ভেবে সারারাত ঘুমতে পারিনি।’
from RisingBD - Home https://www.risingbd.com/শেষবেলায়-এক-ফোঁটা-পানিও-পেলেন-না-আক্ষেপ-প্রত্যক্ষদর্শীর/437988
0 comments:
Post a Comment