রীতিমতো ম্যাচের আবহে অনুশীলন। সেন্টার উইকেটে খুব সিরিয়াস ব্যাটসম্যানরা। বোলারদের উইকেট দেওয়াই যাবে না। অনুশীলনে প্রায়ই খেলোয়াড়রা এটা-ওটা চেষ্টা করেন। নতুন কিছু করার প্রয়াস চালান। কোচিং স্টাফরাও তাদের দেন সঙ্গ। কিন্তু বৃহস্পতিবার জহুর আহমেদের ২২ গজে তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, অধিনায়ক মুমিনুল হক, লিটন দাস ও মুশফিকুর রহিমদের ব্যাটিং দেখে মনে হলো শ্রীলঙ্কার বিপক্ষে মহারণের আগে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে তাদের। এ যেন টেস্টের আগে ‘টেস্ট।’
from RisingBD - Home https://www.risingbd.com/টেস্টের-আগেই-টেস্ট/457347
0 comments:
Post a Comment