সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনও উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। শরিফুল ইসলাম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন বটে। তবে আবারও কতৃত্ব দেখিয়ে খেলতে থাকে স্বাগতিকরা। সমস্যা থাকায় ৩৭ ওভারে বাংলাদেশ বল পরিবর্তনের আবেদন করে বাংলাদেশ। তাতে সাড়া দেন আম্পায়ার। এর পরের ২ ওভারে তছনছ হয়ে যায় উইন্ডিজের ব্যাটিং। স্বাগতিকরা ৩ রানে হারায় ৩ উইকেট।
from RisingBD - Home https://www.risingbd.com/বল-পাল্টে-৩-রানে-৩-উইকেট-নিলো-বাংলাদেশ/463326
0 comments:
Post a Comment