নাপোলির কাছে গত সপ্তাহে ৪-১ গোলে হার বড় ধাক্কা দিয়েছিল লিভারপুলের মনোবলে। কোচ ইয়ুর্গেন ক্লপ ওই হারকে তার লিভারপুল অধ্যায়ের সবচেয়ে জঘন্য বলেছিলেন। আয়াক্সের বিপক্ষে তার দল কী প্রতিক্রিয়া দেখায়, তা দেখতে অধীর অপেক্ষায় ছিলেন জার্মান কোচ। ম্যাচ শেষে তার মুখে হাসি ফুটাতে পেরেছেন মোহাম্মদ সালাহরা। শেষ দিকের গোলে অ্যানফিল্ডে ২-১ এ ডাচ দলকে হারিয়েছে অলরেডরা।
from RisingBD - Home https://www.risingbd.com/শেষ-দিকের-গোলে-লিভারপুলের-স্বস্তির-জয়/473590
0 comments:
Post a Comment