
হরিণের চামড়াসহ যু্বক আটক
বরগুনা প্রতিনিধিবরগুনার পাথরঘাটায় ব্যাগভর্তি হরিণের চামড়াসহ হাবিব নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড।
রোববার রাত সাড়ে ৯টার দিকে সদর পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা খালের দক্ষিণ পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক হাবিব উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের মো. হানিফ হাওলাদারের ছেলে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ রায় রাইজিংবিডিকে বলেন, বিপুল পরিণাম হরিণের চামড়া বিক্রি করার উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাদুরতলা খালের দক্ষিণ পাড়ে অভিযান চালানো হয়। এসময় হরিণের চামড়াসহ হাবিবকে আটক করা হয়। ব্যাগভর্তি চামড়াসহ আটককৃত হাবিবকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনির রাইজিংবিডিকে বলেন, আটককৃতের বিরুদ্ধে বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বরগুনা/রুদ্র রুহান/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2p9dVdW
0 comments:
Post a Comment