
উত্তরায় পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে অভিযান
নিজস্ব প্রতিবেদকপরিবেশ দূষণকারী ও ফুটপাতে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
রোববার (০৮ মার্চ) রাজধানীর উত্তরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযানে উত্তরার ৪ ও ৫ নম্বর সেক্টরে ফুটপাত ও সড়ক দখল করে নির্মাণ সামগ্রী রাখা ও বায়ুদূষণ করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, আবাসিক এলাকায় ট্রেড লাইসেন্স ছাড়া অবৈধভাবে ব্যবসা করার অপরাধে দুইটি দোকান বন্ধ করে দেওয়া হয়।
উত্তরা ১২ নম্বর সেক্টরে অবৈধভাবে ফুটপাত ও রাস্তার ওপর বালু, ইট, পাথরসহ নির্মাণ সামগ্রী রেখে পরিবেশ দূষণের অপরাধে আরো তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা/নূর/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2vP5SGj
0 comments:
Post a Comment