
পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার
পাবনা প্রতিনিধিপাবনার চাটমোহরে বড়াল নদের পাড়ের একটি পরিত্যক্ত বাড়ি থেকে শংকর চন্দ্র দাস (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার বোঁথড় গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন।
মৃত ওই যুবক একই উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা গ্রামের মৃত দুলাল চন্দ্র দাসের ছেলে।
সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) জানান, শুক্রবার ভোরে এলাকাবাসী বোঁথড় গ্রামে বড়াল নদের পাড়ের একটি পরিত্যক্ত বাড়িতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে স্বজনরা এসে ওই যুবকের মরদেহ শনাক্ত করেন।
তিনি আরও জানান, মরদেহের পাশে পড়ে থাকা বোতলে বাংলা মদ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ পানেই শংকর দাস নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শাহীন/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2zwDdYE
0 comments:
Post a Comment