
যুক্তরাষ্ট্রে আবারও সহস্রাধিক মৃত্যু, আক্রান্ত ৪০ লাখের বেশি
আন্তর্জাতিক ডেস্কবৃহস্পতিবারও (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাজারের বেশি মৃত্যু হলো। এ নিয়ে টানা তৃতীয় দিন সহস্রাধিক কোভিড রোগী মারা গেলেন। একই দিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে।
দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে মৃত্যুর হার বেড়ে চলেছে। বৃহস্পতিবার এক হাজার ১৪ জনের প্রাণহানি হয়েছে। এর আগে মে মাসের পর গত মঙ্গলবার প্রথম সহস্রাধিক মৃত্যু হয়, এক হাজার ১৪১ জন। আর বুধবার মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৫ জনের।
টানা দ্বিতীয় সপ্তাহে মৃত্যুর সংখ্যা বাড়লেও এপ্রিলের মতো ভয়াবহ পরিস্থিতি হয়নি। ওই সময় গড়ে দৈনিক দুই হাজার মানুষ মারা গিয়েছিল। এ পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ২৪২ জন।
এদিকে বৃহস্পতিবার অন্তত ৬০ হাজার জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। তাতে মোট সংক্রমণ ৪০ লাখ ৩৪ হাজার একশ ২ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৩ হাজার ২৬৯ জন।
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/3jBGO9W
0 comments:
Post a Comment