
ব্রডের পাঁচশর হাতছানি
ক্রীড়া ডেস্ককরোনা পরবর্তীকালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট দলে সুযোগ পাননি স্টুয়ার্ট ব্রড। তাকে একাদশের বাইরে রাখার খেসারত দিয়েছিল ইংল্যান্ড।
সফরকারীদের কাছে ম্যাচ হেরে শুরুতেই পিছিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টে ব্রড একাদশে ফেরেন, ফেরে ইংল্যান্ডের ভাগ্যও। ম্যাচে ছয় উইকেট নিয়ে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন ইংশিল পেসার।
ডানহাতি এ পেসার এখন বড় মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়। ১৩৯ ম্যাচে ৪৯১ উইকেট পেয়েছেন দ্রুতগতির এ বোলার। নয় উইকেট পেলে দ্বিতীয় ইংলিশ বোলার হিসেবে পাঁচশ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন ব্রড। এলিট এ ক্লাবে একমাত্র ইংলিশ বোলার হিসেবে আছেন জেমস অ্যান্ডারসন।
১৫৩ ম্যাচে ৫৮৭ উইকেট পেয়েছেন অ্যান্ডারসন। পেসারদের মধ্যে এখন সবচেয়ে বেশি উইকেট তার। চতুর্থ পেসার হিসেবে এমন কীর্তি গড়ার অপেক্ষায় ব্রড। অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাকগ্রা ১১০ টেস্টে পাঁচশ উইকেট পেয়েছিলেন। এছাড়া কিংবদন্তি কোর্টনি ওয়ালস ও অ্যান্ডারসন নিজেদের ১২৯তম টেস্টে পেয়েছেন পাঁচশর স্বাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে নয় উইকেট পেলে এ সিরিজ-ই রঙিন করে রাখার সুযোগ আছে ব্রডের। তবে সামনেও বড় সুযোগ অপেক্ষা করছে তার জন্য। আগস্টে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট খেলবে ইংল্যান্ড। এলিট ক্লাবে প্রবেশের সুযোগ তখনও থাকছে।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন মুত্তিয়া মুরাধিরন। ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট পেয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি। ১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন। ভারতের অনিল কুম্বলের ১৩২ ম্যাচে শিকার ৬১৯ উইকেট।
ঢাকা/ইয়াসিন
from Risingbd Bangla News https://ift.tt/2ElIrIN
0 comments:
Post a Comment