
১২ গোলের রেকর্ডে উড়ছে ম্যানসিটি
ক্রীড়া ডেস্কওয়াটফোর্ডকে পেলে-ই গোল উৎসবে মেতে উঠে ম্যানচেস্টার সিটি। দুই দলের মৌসুমের প্রথম মুখোমুখির কথা মনে আছে? গত ২১ সেপ্টেম্বর ঘরের মাঠে পুচকে ওয়াটফোর্ডকে আতিথেয়তা দিয়েছিল তারা।
বাকিটা কল্পনাকেও হার মানায়। পেপ গার্দিওলার শিষ্যরা সেদিন করেছিল ৮ গোল। ফিরতি লড়াইয়েও তাদেরকে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি। মঙ্গলবার রাতে ওয়াটফোর্ড হজম করেছে আরও ৪ গোল। সব মিলিয়ে লিগে নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে ১২ গোলে জিতে নতুন রেকর্ড গড়েছে ম্যানচেস্টার সিটি।
১৯৯৫-৯৬ সালে ব্ল্যাকবার্ন নটিংহ্যামকে সমান গোলে হারিয়েছিল। একই রেকর্ড আছে সোরস ও উইগ্যানের। ২০০৯-১০ মৌসুমেও সোরস ১২ গোলে জিতেছিল। যৌথভাবে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসাল ম্যানচেস্টার সিটি। পাশাপাশি কোনো গোল হজম না করে ১২ গোল দিয়ে ৭২ বছরের রেকর্ডে ভাগ বসিয়েছে ইংলিশ লিগের অন্যতম সেরা এ ক্লাবটি। ১৯৪৭-৪৮ সালে আর্সেনাল গ্রিমসবাই টাউনকে ১২ গোল দিয়েছিল। কিন্তু নিজেদের জাল রেখেছিল একেবারে পরিস্কার।
মঙ্গলবার দলের হয়ে জোড়া গোল করেন রহিম স্টারলিং। চলতি মৌসুমে সব মিলিয়ে তার গোল সংখ্যা ১৭টি। প্রথমার্ধে তার জোড়া গোলে এগিয়ে যায় অতিথিরা। দ্বিতীয়ার্ধে ফিরে দলের হয়ে একটি করে গোল করেন ফিল ফোডেন ও আইমেরি লেপোর্তে।
৩৭ ম্যাচে এটি ম্যানচেস্টার সিটির ২৫ জয়। ৭৮ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থান ধরে রেখেছে। ৩৬ ম্যাচে ৩০ জয় নিয়ে শীর্ষে আছে লিভারপুল।
২০১৫-১৬ মৌসুমে ওয়াটফোর্ড প্রিমিয়ার লিগে ফেরার পর থেকে ম্যানচেস্টার সিটি তাদের জন্য ভয়ানক এক প্রতিপক্ষ। শেষ পাঁচ বছরে ম্যানচেস্টার সিটি ৩৭ গোল দিয়েছে ওয়াটফোর্ডের জালে।
ঢাকা/ইয়াসিন
from Risingbd Bangla News https://ift.tt/30yiT2p
0 comments:
Post a Comment