২০১১ সাল। একাদশ শ্রেণির ছাত্র নজরুল ইসলাম। স্থানীয় একটি কলেজের পাশে আপেল কুলের (বরই) বাগান দেখে তারও শখ জাগে কুলের বাগান করার। বাগান মালিককে নিজের ইচ্ছের কথা বলেন। পান পরামর্শ। কিশোর মনের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আর বিলম্ব করেননি নজরুল। সে বছরই পৈত্রিক জমিতে রাজশাহী আপেল কুল জাতের ৭৫টি চারা দিয়ে বাগান শুরু করেন তিনি। আর পেছনে ফিরতে হয়নি। নজরুলের কুল বাগান এখন এলাকায় দৃষ্টান্ত তৈরি করছে।... বিস্তারিত
from Bangla Tribune https://ift.tt/3bi3tGb
0 comments:
Post a Comment