
আগের মাসের তুলনায় জুনে ইন্টারনেট সংযোগ ২৬ হাজার কমে গেছে। মঙ্গলবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন যে হিসাব প্রকাশ করেছে সেখানে পাওয়া গেছে এ তথ্য।
বিটিআরসির হিসাবে মে মাসে দেশে ছয় কোটি ৩৩ লাখ ১৬ হাজার ইন্টারনেট সংযোগ ছিল। যা জুনের শেষে এসে দাঁড়িয়েছে ছয় কোটি ৩২ লাখ ৯০ হাজারে।
সংযোগ কমার ক্ষেত্রে বড় ধাক্কাটা লেগেছে মোবাইল ইন্টারনেটে। জুনে এক লাখ ৭১ হাজার মোবাইল ইন্টারনেট সংযোগ কমেছে। তবে মাঝখান থেকে ইন্টারনেট প্রোভাইডারদের সংযোগ যেহেতু দেড় লাখ বৃদ্ধি পেয়েছে সে কারণে মোট সংযোগের বিপরীতে ধাক্কাটা কম লেগেছে।
অন্যদিকে জুনে অ্যাকটিভ সিমের ওপর বড় ধরনের ধাক্কা লেগেছে। এ মাসে অ্যাকটিভ সিমের সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার কমে দাঁড়িয়েছে ১৩ কোটি ১৩ লাখ ৭৬ হাজার।
অপারেটররা বলছে, যেহেতু প্রায় দেড় কোটি সিম তারা জুনের শুরুতেই বন্ধ করেছে সুতরাং অ্যাকটিভ সিম কমে যাওয়াটা খুবই স্বাভাবিক ছিল।
কিন্তু বিটিআরসির নিয়মানুসারে ৯০ দিন কোনো সংযোগ বন্ধ থাকলেই কেবল সেটি অ্যাকটিভ সিমের তালিকা থেকে বাদ যায়। যেহেতু সিম বন্ধ হওয়ার এখনও ৯০ দিন হয়নি, সে কারণে তালিকায় ওগুলো রয়েই গেছে।
0 comments:
Post a Comment