
মনিরামপুরে স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদকযশোর জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মনিরামপুরে। তিনি একজন স্বাস্থ্যকর্মী।
রোববার (১৩ এপ্রিল) তার নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্ত ব্যক্তি উপজেলার একটি ইউনিয়নের স্বাস্থ্য সহকারী। ওই রোগীর সংস্পর্শে থাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
গত সপ্তাহে ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি স্বর্দি জ্বরে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. অনুপ কুমারের কাছে চিকিৎসা নিতে আসেন। এ সময় তার নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য খুলনা ৫০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।
ডা. শুভ্রা রানী দেবনাথ আরো জানান, রোববার বিকেলে যশোরের সিভিল সার্জনের পাঠানো অ্যাম্বুলেন্সে করে তাকে যশোর টিবি হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। ওই রোগীর সংস্পর্শে থাকায় তিনি ও মেডিক্যাল অফিসার ডা. অনুপ কুমারসহ ১০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
এ ঘটনায় শহরের কামালপুর ও শ্যামকুড় ইউনিয়নের মুজগন্নি গ্রাম লকডাউন করা হয়েছে।
রিটন/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2XwENmU
0 comments:
Post a Comment