
নারায়ণগঞ্জের ডা. জাহিদুল করোনা মুক্ত
নিজস্ব প্রতিবেদককরোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা নারায়ণগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম করোনা মুক্ত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দ্বিতীয় বারের নমুনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ।
ডা. জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তিনি করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে থেকেও নারায়ণগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘আমি আক্রান্ত হওয়ার পরও তেমন কোনো উপসর্গই ছিলো না। বাড়িতে আইসোলেশনে থেকেই আমি সুস্থ হয়েছি। আমার পরিবারের কিংবা কারো সংস্পর্শেই আইসোলেশনে থাকা অবস্থায় যাইনি। এসময় মোবাইল ফোনে করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পার্সনের দায়িত্ব পালন করেছি।'
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন বলেন, ‘গত ৭ এপ্রিল ডা. জাহিদুল ইসলামের প্রথম করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসলে তাকে নিজ বাড়িতে আইসোলেশনে পাঠানো হয় । এরপরও ডা. জাহিদুল ইসলাম করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পার্সনের দায়িত্ব মোবাইল ফোনে নিজ বাড়িতে থেকেই পালন করেছেন। আল্লাহর রহমতে তিনি এখন সুস্থ।'
নারায়ণগঞ্জ/রাকিব/টিপু
from Risingbd Bangla News https://ift.tt/3d1pjeP
0 comments:
Post a Comment