
মসজিদে তারাবিহ নামাজ স্থগিত করল সৌদি!
আন্তর্জাতিক ডেস্করাণঘাতী মহামারি কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পরিবর্তন না হলে ২০২০ সালের রমজানের সময় সৌদি আরবের মসজিদগুলোতে তারাবিহ নামাজ হবে না।
এছাড়া ভাইরাস মুক্ত না হওয়া পর্যন্ত মসজিদে তারাবিহ নামাজ স্থগিত থাকবে।
রোববার (১২ এপ্রিল) দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে ড. আব্দুল লতিফ আল শেখ বলেন, ‘মসজিদে তারাবির নামাজ স্থগিতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল দিনের পাঁচ ওয়াক্তের নামাজ স্থগিত করা। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, সবার সুরক্ষার জন্য তিনি যেন বাড়ি কিংবা মসজিদ থেকে আমাদের ইবাদত কবুল করে নেন। আমরা প্রার্থনা করি তিনি যেন আমাদের বিশ্বজুড়ে চলতে থাকা এই মহামারি থেকে রক্ষা করেন।’
এছাড়া কারো জানাজার নামাজের ক্ষেত্রেও পরিবারের পাঁচ থেকে ছয়জনের বেশি অংশগ্রহণ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘গণ জমায়েত এড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
ঢাকা/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2xoBC5X
0 comments:
Post a Comment