হবিগঞ্জে খোয়াই ও সুতাংসহ জেলার বিভিন্ন নদীর উপর চলছে নানামুখী অত্যাচার। একদিকে নদীর বুক থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন ও নদী দখল। অন্যদিকে শিল্প কারখানার বর্জ্য নিক্ষেপের কারণে অস্তিত্ব হারাচ্ছে নদী। নদী রক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা নজরে পড়ছে না। এমনটাই মনে করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কর্মীরা।
from RisingBD - Home https://www.risingbd.com/হবিগঞ্জে-নদীর-উপর-নানামুখী-অত্যাচার/426513
0 comments:
Post a Comment