বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে পাকিস্তান। হারিয়েছে ৫ উইকেটে। টানা তিন জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো বাবর-রিজওয়ানরা। ১৮তম ওভারের পঞ্চম বলে শোয়েব মালিক যখন আউট হন, তখন জেতার জন্য ১৩ বলে ২৪ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। হাতে উইকেট ছিল ৫টি। আফগানিস্তানের বোলিং তোপে মনে হচ্ছিল ম্যাচটি হারতে যাচ্ছে পাকিস্তান।
from RisingBD - Home https://www.risingbd.com/এক-ওভারে-৪-ছক্কা-হাঁকিয়ে-পাকিস্তানকে-জেতালেন-আসিফ/431802
0 comments:
Post a Comment