
প্রযুক্তির এই যুগে আমাদের মুঠোয় থাকা সেলফোনটি প্রতিদিনই বদলে যাচ্ছে। একটু একটু করে স্মার্ট হয়ে ওঠা এই ফোনের বদৌলতে অবশ্য বদলে যাচ্ছি আমরাও।
তবে বিশ্ব বাজারে অজস্র মোবাইলফোনের ভীড়ে সবচেয়ে দামি ফোন কোনটি? সেটি কতটুকু স্মার্ট, কারা তাদের ক্রেতা এমন হাজারো প্রশ্ন কিন্তু আমাদের মনে আসে।
সবার আগে বলি ওই ফোনটির নাম- 'ফ্যালকন সুপার নোভা পিঙ্ক ডায়মন্ড আইফোন ৬'। হ্যাঁ, এটাই হল আজ অবধি এই গ্রহের সবচেয়ে দামি মোবাইলফোন।
সবচেয়ে দামি এ ফোনের মূল আকর্ষণ হলো ১৮ ক্যারেটের একটি হীরে। আর ফোনের নাম শুনেই তো বুঝেছেন, যে হীরেটার রঙ পিঙ্ক। আবার নীলও হতে পারে।
এছাড়া অ্যাপেলের সর্বাধুনিক ফোনটিতে যা যা অত্যাধুনিক প্রযুক্তিগত ব্যাপার থাকে সেগুলোতো চূড়ান্ত মাত্রায় আছেই।
তবে এই ফোনের দামটি এবার বলার পালা। দামটাও যে মারাত্মক তা নয়, চাইলেই কিনতে পারেন। এর জন্য অবশ্য একটু বেশি টাকা খরচ করতে হবে আপনাকে।
একটু বেশিটা মাত্র ৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার।