
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের (আইইইই) কনফারেন্সে এই প্রযুক্তির তথ্য তুলে ধরেন গবেষকরা।
বিশেষ প্রযুক্তির এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে গেজ ক্যাপচার। স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীদের চেহারার ছবি তুলে রাখবে। আর ওই ছবির সঙ্গে মিলিয়ে ব্যবহারকারীর চোখ ও চেহারা চিহ্নিত করবে। অর্থাৎ ব্যবহারকারী স্মার্টফোনের দিকে তাকালে এর লক খুলে যাবে।
এ অ্যাপটির উন্নয়নে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), ইউনিভার্সিটি অব জর্জিয়া এবং জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট অব ইনফরমেটিক্সের গবেষকরা একযোগে কাজ করছেন।
এখন পর্যন্ত গবেষকরা অ্যাপটির উন্নয়নে মাত্র দেড় হাজার জন ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে পেরেছে। গবেষণার কাজ সম্পূর্ণ করতে ও অ্যাপের উন্নয়ন ঘটাতে মোট ১০ হাজার ব্যবহারকারীর তথ্য প্রয়োজন তাদের।
0 comments:
Post a Comment