One can get information of Technology, Online income info, Health, Entertainment, Cooking & Recipe, Bye & Sale, Sports, Education, Exclusive news and many more in single bundle. ভান্ডার 24 থেকে আপনি পাচ্ছেন টেকনোলজি ইনফরমেশন, অনলাইনে ইনকাম ইনফরমেশন, হেলথ, এন্টারটেইনমেন্ট, কুকিং & রেসিপি, কেনা বেচা, স্পোর্টস, এডুকেশন, এক্সক্লুসিভ নিউজ ও আরো অনেক কিছু |

Monday, October 3, 2016

আসুস আনছে ৬ জিবি র‌্যাম'র জেনফোন!



তথ্য প্রযুক্তির এই যুগে একটি ভালোমানের স্মার্টফোন আপনাকে অন্যদের চেয়ে কয়েক কদম এগিয়ে রাখবে সব সময়। তাই প্রিয় স্মার্টফোনটি আরো বেশি আধুনিক ও স্মার্ট হয়ে উঠুক এমনটাই প্রত্যাশা ব্যবহারকারীদের।

আর এই বিষয়টি মাথায় রেখেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতার মাধ্যমে নিত্য-নতুন ফিচার ও সুবিধা সম্বলিত স্মার্টফোন উপহার দিতে ব্যস্ত।

এ ধারাবাহিকতায় চীনা প্রতিষ্ঠান আসুস নিয়ে এসেছে জেনফোন ৩ ডিলাক্স। নতুন এই স্মার্টফোনে সব রকম ফিচার এবং হার্ডওয়্যারের এক চমকপ্রদ মিলন ঘটেছে। খবর দ্য ভার্জ'র।


গত মে মাসে আসুস তাদের জেনফোন ৩ সিরিজের স্মার্টফোনের খবর জানায় কম্পিউটেক্স ট্রেড শোতে। ডিলাক্স সংস্করণের ক্ষেত্রে তখনকার ঘোষিত স্পেসিফিকেশনের সঙ্গে খুব একটা বড় রদবদল না ঘটলেও একটি ক্ষেত্রে আসছে পরিবর্তন।

কোয়ালকোমের নতুন চিপসেট স্ন্যাপড্রাগন ৮২১ ব্যবহার করা হচ্ছে এই স্মার্টফোনে। আর ২.৪ গিগাহার্টজের এ স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসরের সঙ্গে থাকছে আদ্রেনো ৫৩০ গ্রাফিক্স।

সবচেয়ে বড় বিষয় হলো এই ফোনের স্টোরেজ একটি সাধারণ কম্পিউটারের সমান। ফোনটির ৬ জিবি র‍্যামের সঙ্গে রয়েছে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

ফোনটিতে ২৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

আর এই ফোনের ব্যাটারির ক্ষমতা সাধারণ স্মার্টফোনের চেয়েও একটু  বেশি। ৩০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটরির বদৌলতে নেট ব্রাউজিং বা গেইমিং হবে আরো দুর্দান্ত।

yX Media - Monetize your website traffic with us

ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়েল সিম ব্যবহার, কুইক চার্জ ৩.০ প্রযুক্তি, লেজার অটোফোকাস, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অল-মেটাল মেটাল স্মার্টফোনটিতে রয়েছে  এক অদৃশ্য অ্যান্টেনাও।

আগস্টে তাইওয়ান ও হংকংয়ের বাজারে আসতে যাচ্ছে এই জেনফোন ৩ ডিলাক্স। মূল সংস্করণটির দাম রাখা হয়েছে ৭৮০ মার্কিন ডলার।

এছাড়া জেনফোন ৩ ডিলাক্সের আরো দুটি সংস্করণ থাকছে। সেখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮২০ চিপ। আর এ দুটি সংস্করণের একটিতে থাকছে ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং অন্যটিতে ৪ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ। এ দুটির দাম যথাক্রমে ৫৬০ ও ৫০০ মার্কিন ডলার। 
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Unordered List

Text Widget

Pages

Blog Archive

3i Template IT Solutions. Powered by Blogger.

Text Widget

Copyright © ভান্ডার 24 | Powered by 3i Template IT Solutions