
দুর্গম পাহাড়ি এলাকায় সেনা হেলিকপ্টারে পৌঁছালো ত্রাণ
নিজস্ব প্রতিবেদকরাঙ্গামাটি জেলার দুর্গম পাহাড়ি এলাকার ৩৮০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের কাছে হেলিকপ্টারযোগে সরকারি ত্রাণ পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৭ মে) স্থানীয় অসামরিক প্রশাসনের অনুরোধে জেলার সড়ক বিচ্ছিন্ন জুরাছড়ি উপজেলার দুমদুম্যা পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর নিজস্ব হেলিকপ্টারে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশে বিরাজমান বর্তমান লকডাউন পরিস্থিতিতে প্রতিটি জেলায় দুর্গত মানুষের মাঝে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি জেলাতেও সরকারের ত্রাণসামগ্রী এসে পৌঁছায়। কিন্তু রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলা দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা না থাকায় তা পৌঁছানো সম্ভব হচ্ছিলো না। তাই রাঙ্গামাটি জেলা প্রশাসন সেনা রিজিয়নের কাছে সহযোগিতা কামনা করে।

বরাবরের মতো তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ সেনাবাহিনী। যার প্রেক্ষিতে বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে ‘আর্মি এভিয়েশন’-এর একটি বিশেষ হেলিকপ্টারযোগে ঐ সমস্ত এলাকায় ৪০০০ কেজি ওজনের বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। এ সকল ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, আলু ও সাবান।
ত্রাণ বিতরণের সময় রাঙ্গামাটি সেনা রিজিয়নের কমান্ডার, রাঙ্গামাটি বিজিবি’র সেক্টর কমান্ডার, সেনা কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় হেডম্যান এবং কারবারীগণ উপস্থিত ছিলেন। স্থানীয় পাহাড়িরা বর্তমান পরিস্থিতিতে ত্রাণ সরবরাহ করায় মাননীয় প্রধানমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
চট্টগ্রাম/রেজাউল/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2YK6SHZ
0 comments:
Post a Comment