
সীমিত করা হলো মৌলভীবাজার হাসপাতালের স্বাস্থ্যসেবা
মৌলভীবাজার প্রতিনিধিএকের পর এক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম সীমিত করা হয়েছে।
আজ (৭ মে) থেকে হাসপাতালের কার্যক্রম সীমিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।
তিনি জানান, এই হাসপাতালের চিকিৎসকসহ ১০ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই হাসপাতালে সীমিত সেবা চালু থাকবে।
তিনি আরও জানান, তবে জরুরী বিভাগ, ফিভার কর্নার, করোনা আইসোলেশন এবং ডায়ালাইসিস সেবা চালু থাকবে। গর্ভবতী মহিলাদের জন্য মৌলভীবাজারের মা ও শিশু কেন্দ্র (মাতৃমঙ্গল) হাসপাতালে চিকিৎসা দেয়া হবে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপালের ৪ জন চিকিৎসক ও ৬জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৪জন। এদের মধ্যে পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সংখ্যাই বেশি। মারা গেছেন দু'জন। তবে এখন পর্যন্ত আক্রান্ত কেউ সুস্থ হননি।
সাইফুল্লাহ/টিপু
from Risingbd Bangla News https://ift.tt/3ftCSWw
0 comments:
Post a Comment