
করোনায় চসিক কাউন্সিলরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামচট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ব মাদার বাড়ি ওয়ার্ডের কাউন্সিলর মাজহারুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার দিকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাজহারুল ইসলামের পরিবারের সদস্য আদনান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মাজহারুল ইসলাম ফুসফুসের সমস্যা নিয়ে গত সপ্তাহে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় স্থানান্তর করে প্রথমে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতাল থেকে তার নমুনা পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এর পরিপ্রেক্ষিতে তাকে ইউনাইটেড থেকে আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে।
চট্টগ্রাম/রেজাউল/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/3gskw8L
0 comments:
Post a Comment