
নাটোরে ১০ জন করোনায় আক্রান্ত
নাটোর সংবাদদাতানাটোরের লালপুর উপজেলায় আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০ জন আক্রান্ত হলেন।
সোমবার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে জেলা সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ থেকে মোবাইলে এসএমএসের মাধ্যমে লালপুরে ২৫ বছর বয়সী যুবকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে জানা গেছে বলে জানানো হয়েছে। ওই যুবকের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়।
গত ২৮ এপ্রিল সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলোজিস্ট, নার্সসহ পৌরসভায় পাঁচজন, সদর উপজেলায় একজন এবং গুরুদাসপুরে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। পরের দিন ২৯ এপ্রিল সদর হাসপাতালের এক চিকিৎসক আক্রান্ত হন।
আরিফুল/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/2WvJI5r
0 comments:
Post a Comment