
ধামইরহাটে বজ্রপাতে কিশোরের মৃত্যু
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতানওগাঁর ধামইরহাট উপজেলায় বজ্রপাতে আবু ইছা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে) ধামইরহাটের উমার ইউনিয়নের অমরপুর গ্রামের মাঠে গরু আনতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় সে।
আবু ইছা উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামের আবু কালামের ছেলে। সে স্থানীয় মাদ্রাসায় পড়ত।
আবু ইছা মাঠের পাকা ধান কেটে দিতে অমরপুর গ্রামে তার দুলাভাই আব্দুল কাদেরের বাড়িতে যায়। বুধবার বিকেলে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি শুরু হলে আবু ইছা ও তার বোন মহিষা বেগম (২৭) গরু আনার জন্য অমরপুর গ্রামের মাঠে যায়। এ সময় বজ্রপাতে আবু ইছা ঘটনাস্থলেই মারা যায় এবং মনিষা বেগম গুরুতর আহত হন।
ধামইরহাট/অরিন্দম/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/3c9FQg6
0 comments:
Post a Comment