
সাতক্ষীরায় বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১
সাতক্ষীরা প্রতিনিধিসাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাঠি এলাকার চিংড়ি ঘেরের বাসায় এক বিধবা নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় জড়িত গোলাম রব্বানীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ মে) সন্ধ্যায় মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে কাটাখালী পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার গোলাম রব্বানী কাটাখালী গ্রামের আব্দুস সাত্তার গাইনের ছেলে।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় নির্যাতিতার দায়ের করা মামলার পাঁচ নম্বর আসামি রব্বানী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাতে উপজেলার শ্রীফলকাঠি এলাকার চার সন্তানের জননী এক বিধবা নারী মেয়ের জন্য পাত্র দেখতে যেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরবর্তীতে বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ ঘটনায় জড়িত মহসীন, সফিকুল, বাবু, আব্দুল হান্নান ও গোলাম রব্বানীর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন ওই নারী।
শাহীন/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/3bXGvSp
0 comments:
Post a Comment