
খুলনায় করোনার উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদককরোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে এক বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ মে) রাতে তার মৃত্যু হয়। তার বাবার বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলায়।
খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান ও করোনা ওয়ার্ডের মূখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই শিশুকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টের উপসর্গ থাকায় পরে তাকে করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।’
খুলনা/নূরুজ্জামান/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2KXf7YN
0 comments:
Post a Comment