
ব্রাজিলে একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ১০ হাজার
আন্তর্জাতিক ডেস্কবিশ্বে করোনাভাইরাসের অন্যতম হটস্পট ব্রাজিলে ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। মারাত্মক ক্ষতিগ্রস্ত শহরগুলোতে কঠোর লকডাউন জারির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
সরকারি হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৫০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত ৩০ এপ্রিল একদিনে সর্বোচ্চ ৭ হাজার ২৮৮ জন আক্রান্ত হয়েছিল। মারা গেছে ৬১৫ জন, ছাড়িয়ে গেছে মঙ্গলবারের ৬০০ প্রাণহানির রেকর্ডকে।
স্বাস্থ্যমন্ত্রী নেলসন টেইখ প্রথমবার সাংবাদিকদের বলেছেন, সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষকে লকডাউনের সিদ্ধান্তে যাওয়া উচিত।
করোনা সংক্রমণ ঠেকাতে বেশিরভাগ প্রদেশে অপ্রয়োজনীয় সেবা ও ব্যবসা বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে বাসিন্দাদের ঘরের বাইরে যেতে বারণ করা হয়নি। শুধু দেশের উত্তরপূর্বের সাও লুইস শহরে লকডাউন রয়েছে। সেখানে জরুরি প্রয়োজন ছাড়া কারো ঘরের বাইরে বের হওয়া নিষেধ।
তবে এখনো টেইখ মনে করেন, যেসব এলাকায় করোনার প্রকোপ মারাত্মক নয় সেখানে জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক করা ভালো।
করোনা মোকাবিলায় ব্রাজিল প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো তীব্র সমালোচনার মুখে। এ ভাইরাসকে ‘সামান্য ফ্লু’ আখ্যা দিয়েছেন। এছাড়া ভাইরাসের কারণে গভর্নরদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার সমালোচনা করেছেন তিনি। রাজনৈতিক মিছিলে থেকে কোয়ারেন্টাইনের বিরুদ্ধে বিক্ষোভ করেন বোলসোনারো।
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/3dmw3nL
0 comments:
Post a Comment