
চট্টগ্রামে মৃত্যুর পর ৩ জনসহ করোনা শনাক্ত আরো ১১ জনের
নিজস্ব প্রতিবেদকচট্টগ্রাম মহানগরী ও জেলায় করোনার নমুনা পরীক্ষায় বুধবার রাতের ফলাফলে ১১ জন নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
এদের মধ্যে ৩ জনের মৃত্যুর পর করোনা পজিটিভ শনাক্ত হয়।
বুধবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে এই ফলাফল জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
সিভিল সার্জন জানান, বুধবার রাতে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি হাসপাতালে ১৯০টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে ১১টি নমুনা পজিটিভ পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে ৩ জন মৃত এবং অপর ৮ জন নগরীর বিভিন্ন এলাকার রোগী। এদের মধ্যে সাতকানিয়া, সীতাকুণ্ড, ফৌজদারহাট, দামপাড়া পুলিশ লাইন, বহদ্দারহাট, সাগরিকা ও নাসিরাবাদ এলাকার বাসিন্দা।
এছাড়া, নগরীর বাকলিয়া, চান্দগাঁও ও সিএমসিএইচ এলাকার ৩ রোগী মারা যাওয়ার পর তাদের দেহে করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম/রেজাউল/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/3b9Yjst
0 comments:
Post a Comment