
ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত : ব্যাংক লকডাউন
পিরোজপুর প্রতিনিধিপিরোজপুরে পূবালী ব্যাংকের এক কর্মকর্তার করোনা শনাক্ত হওয়ায় ব্যাংকের পিরোজপুর শাখা লকডাউন করে দেয়া হয়েছে।
একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বশির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা শহরের মুক্তিযোদ্ধা মার্কেট কমপ্লেক্স ভবনে অবস্থিত পূবালী ব্যাংক কার্যালয়ে গিয়ে ব্যাংক কার্যালয় লকডাউন ঘোষণা করে লাল পতাকা টানিয়ে দেন।
প্রসঙ্গত, সোমবার ঈদের দিন রাতে পিরোজপুর পূবালী ব্যাংকে কর্মরত ওই কর্মকর্তার করোনা পজেটিভ রিপোর্ট আসে পিরোজপুর স্বাস্থ্য বিভাগের কাছে। রাতেই শহরের শিক্ষা অফিস এলাকার ওই ব্যাংক কর্মকর্তার বাড়িটি লকডাউন করা হয়।
শুভ/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/36yHzun
0 comments:
Post a Comment